স্পোর্টস ডেস্ক:
ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন সুপারস্টার নেইমার। তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি। অবশ্য লিগে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতে দিচ্ছেন না সতীর্থরা। ক্রিস্তিয়ান এনকুকুর জোড়া গোল, সাথে কিলিয়ান এমবাপে, থিয়াগো সিলভা ও তমাস মুনিয়েরের গোলে একেবারে তলানির দল মেতজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
ম্যাচের ৫ মিনিট যেতে না যেতেই প্রথম গোল পায় পিএসজি। ফরাসি ফরোয়ার্ড এমবাপের শট প্রতিপক্ষের কারো গায়ে লেগে আসে ডিফেন্ডার মুনিয়েরের কাছে। দুরূহ কোণ থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান এই বেলজিয়ান। এনকুকু তারা প্রথম গোলটি পান ম্যাচের ২০ মিনিটে। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। ৮ মিনিটের ব্যবধানে আবার গোল পান এই ২০ বছর বয়সী। আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়ার অ্যাসিস্ট থেকে নিচু শটে মেতজের গোলরক্ষকে পরাজিত করেন এনকুকু।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরেকটি গোল পায় পিএসজি। ইনজুরি সময়ে ভেরাত্তির পাস থেকে গোল করেন এমবাপে। দ্বিতিয়ার্ধে অবশ্য আর একটি গোলই পায় শক্তিশালী এই ক্লাবটি। ৮২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। এই জয়ে ২৯ ম্যাচে ৭৭ পয়েন্ট পিএসজি’র। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে তারা ১১ পয়েন্টে এগিয়ে আছে।
দৈনিকদেশজনতা/ আই সি