১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হিমেল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর মালবোঝাই ট্রাকটি রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ