২৩শে জানুয়ারি, ২০২৫ ইং | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৫

এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতা ঢাকায় আসছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:

এয়ার এশিয়ার বারহাদ সহ প্রতিষ্ঠাতা ও এয়ার এশিয়া এক্সের গ্রুপের সিইও দতুক কামারুদ্দিন মরুননেন তিন দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন।

শনিবার এয়ার এশিয়ার যোগাযোগ কর্মকর্তা তানজিদা রহমান বিষয়টি জানান।

তিনি বলেন, ‘তিন দিনের সফরে দতুক কামারুদ্দিন সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

এছাড়া তিনি ঢাকায় জিএসএ অফিস এবং এয়ার এশিয়ার সেলস অফিস পরিদর্শন করবেন।’

উল্লখ্যে, এয়ার এশিয়া বিশ্বের এশিয়া প্যাসিফিক জুড়ে ১৩০টির বেশি গন্তব্য ফ্লাইট পরিচালনা করছে। ২০০১ সালে অপারেশন শুরু করার পর থেকে এয়ার এশিয়া ৪০০ মিলিয়ন যাত্রী বহন করেছে।

এয়ারলাইন্সটি ইন্দোনশেয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের পাশাপাশি ভারত ও জাপান, এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ফ্লাইট পরিচালনা করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ৮:৪৬ অপরাহ্ণ