নাটোর প্রতিনিধি :
‘জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবেলায় প্রস্তত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস- ২০১৮ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটার-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, লালপুর থানা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) আবু তাহির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। নবেসুমি হাইস্কুল থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস কর্মকর্তা রুহুল আমীন এর তত্তাবধায়নে নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রস্ততি মহড়া অনুষ্ঠিত হয়।