১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

বেগম খালেদা জিয়ার মুক্তিতেই গণতান্ত্রিক পরিবেশ ফিরবে : ফারুক

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতেই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সকল মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফারুক বলেন, আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করতে। এই আইনী লড়াইয়ে মুক্তির মধ্য দিয়ে দেশে আরেকবার লুন্ঠিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলা এবং জনসভা করার অধিকার ফিরিয়ে পাবো।
নিরাপত্তাহীনতায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার উষ্কানি দিচ্ছে। এই অবস্থা পরিবর্তনে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন প্রয়োজন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া
সভাপতির বক্তব্যে এমদাদুল হক চৌধুরী বলেন, একদলীয় শাসন এবং স্বৈরাচার এই দুটির সম্মিলনে যে ক্ষমতাসীন চক্র, তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন বেগম খালেদা জিয়া। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হচ্ছে।
লেবার পার্টি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপি তথ্য বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৈৗধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, এনপিপি প্রেসিডিয়াম সদস্য এম ওয়াহিদুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, পার্টির ভাইস চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, যুগ্ম মহাসচিব হিন্দুর রামকৃষ্ণ সাহা, আহসান হাবিব ইমরুজ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ