১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

পেশোয়ারকে হারিয়ে শীর্ষে ইসলামাবাদ

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের এবারের শুরুটা ভালো হয়নি। প্রথম চার ম্যাচে জয় ছিল ২টি। এরপর টানা তিন ম্যাচ জিতে এখন পয়েন্ট তালিকার শীর্ষে তারা। সর্বশেষ জয়টি এসেছে শুক্রবার, পেশোয়ার জালমির বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির ব্যাটে ২০ ওভারে ১৮৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর দুই বাঁহাতি স্পিনার সামিত প্যাটেলের ও জাফর গোহারের ঘূর্ণিতে প্রতিপক্ষ পেশোয়ারকে ১৫৬ রানের বেশি তুলতে না দিয়ে ২৬ রানের জয় ইসলামাবাদের।

অ্এযাদিন টস হেরে ব্যাট করতে নামে ইসলামাবাদ। ৩৯ রানের উদ্বোধনী জুটির পর ১০০ রান তুলতে ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেটে ডুমিনি ও পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলির ৩৪ বলে ৭১ রানের জুটি বড় স্কোরের ভিত্তি এনে দেয়। ২৪ বলে ৪৫ রান করে আউট হন আসিফ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ইসলামাবাদ করে ১৮২ রান। ডুমিনি ওপেনিংয়ে নেমে অপরাজিত থাকেন। তিনি ৫৪ বলে ৬টি চার ও ৪টি ছয়ে সাজিয়ে ৭৩ রানের ইনিংস খেলেন। পেশোয়ারের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ৩০ রান খরচায় ৩ উইকেট পান। দলটির আর কোন বোলারই উইকেট পাননি।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলে ফেলে পেশোয়ার। তবে ধস নামে এরপরই। স্কোরবোর্ডে ৯২ রান তুলতেই দলটি হারায় ৮ উইকেট। নবম উইকেটে রিয়াজ ও উমাইদ আসিফ ৫৫ রানের জুটি গড়লেও তা শুধু দলটির পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইসলামাবাদ। দলীয় সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন রিয়াজ। ইংলিশ স্পিনার প্যাটেল ৩৪ রান খরচায় ৪ উইকেট পান। পাকিস্তানি স্পিনার গোহার ৩ উইকেট পান ২৫ রানে। ম্যাচসেরার পুরস্কার ওঠে ডুমিনির হাতে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইসলামাবাদ।

সংক্ষিপ্ত স্কোর-

ইসলামাবাদ ইউনাইটেড : ১৮২/৫ (২০ ওভার) (ডুমিনি ৭৩*, তালাত ২৯, আসিফ ৪৫; রিয়াজ ৩/৩০)।

পেশোয়ার জালমি : ১৫৬/৯ (২০ ওভার) (কামরান ২২, রিয়াজ ৩৫*, উমাইদ ২৫; প্যাটেল ৪/৩৪, গোহার ৩/২৫)।

ফলাফল : ইসলামাবাদ ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : জেপি ডুমিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১:২১ অপরাহ্ণ