২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রবীণ নিবাসে এক বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। হামলাকারী ও নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ওই তিন নারী ওই প্রতিষ্ঠানে চাকরি করতো বলে মনে করা হচ্ছে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারী ভবনে প্রবেশ করে কয়েকজনকে জিম্মি করে। পরে পুলিশ কয়েক ঘণ্টা ওই ভবন ঘিরে রাখে। কিন্তু বন্দুকধারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযানের পর চারজনের লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরীয়, ভিয়েতনাম ও উপসাগরীয় যুদ্ধ এবং সর্বশেষ ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের কারণে যেসব সেনা কর্মকর্তা বা সদস্য মানসিক সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানটিতে।  বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিষ্ঠানটিতে এক হাজারের বেশি প্রবীণকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ফ্লোরিডার একটি স্কুলে সাবেক এক ছাত্রের গুলিতে ১৭ জন নিহতের এক মাস যেতে না যেতেই এ হামলার ঘটনা ঘটল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১২:২৪ অপরাহ্ণ