১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

ইরানে হিজাব খুলে ফেলায় ২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার জন্য এক নারীকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। কৌসুলি আব্বাস জাফারি-দোলাতাবাদী বলছেন, ওই নারীকে ‘নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে’ দোষী সাব্যস্ত করা হয়েছে। কৌসুলি বলেন, ওই দণ্ডের মধ্যে ৩ মাস তাকে প্যারোল ছাড়া কারাভোগ করতে হবে। দণ্ডের বাকি ২১ মাস সময়কাল স্থগিত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ওই নারীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, এবং তাকে একজন মনোচিকিৎসককে দেখাতে হবে। ইরানে মেয়েদের পোশাকের ব্যাপারে কড়াকড়ির প্রতিবাদ জানাতে বুধবার সাদা হিজাব পরেন সেদেশের নারীরা। সে উপলক্ষেই ওই ছবিটি প্রথম প্রচার পায়। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই নারীদের ইসলামী আইন অনুযায়ী চুল-ঢাকা পোশাক পরতে বাধ্য করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১১:৫০ পূর্বাহ্ণ