২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯

স্পেনজুড়ে নারীবাদী ধর্মঘট : কর্মবিরতি একদিন

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনজুড়ে প্রথমবারের মতো ডাকা ‘নারীবাদী ধর্মঘটে’ একদিনের কর্মবিরতির ঘোষণা দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে নারীরা। লিঙ্গ বৈষম্য এবং নারী-পুরুষ অসমতার প্রতিবাদে নারীরা বৃহস্পতিবার নজিরবিহীন এ ধর্মঘটে যোগ দিয়েছে।

‘এইট মার্চ কমিশন’ নামক আমব্রেলা সংগঠনের আয়োজিত ২৪ ঘণ্টার এ ধর্মঘটে সমর্থন দিয়েছে ১০টি ইউনিয়ন, মাদ্রিদ ও বার্সেলোনার মেয়রসহ উচ্চ পর্যায়ের নারী রাজনীতিবিদরাও। মাদ্রিদ, বার্সেলোনা, বিলবাও, ভালেন্সিয়া ছাড়াও স্পেনজুড়ে বিভিন্ন নগরীর ২শ’টি স্থানে নারীরা রাস্তায় রাস্তায় শ্লোগান দিয়ে মিছিলে নেমেছে। ধর্মঘটের উদ্যোক্তা এইট মার্চ কমিশনের ইশতেহারে যৌন নিপীড়ন, শোষণ এবং সহিংসতামুক্ত সমাজের দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, “বাজে কর্মপরিবেশ আমরা মানি না। মানি না একই কাজের জন্য পুরুষের চেয়ে নারীর কম মজুরিও।” স্পেনে গত বছরের আন্তর্জাতিক নারী দিবসে ছোটখাট ধর্মঘট হলেও এবারই প্রথম দেশজুড়ে নারীদের সমন্বিত কর্মবিরতি পালিত হয়।

এক জরিপে দেখা গেছে, ঘরে এবং কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচিতে ৮২ শতাংশ স্পেনীয় নাগরিকই সমর্থন জানিয়েছে। আর ৭৬ শতাংশ নাগরিকই মনে করে স্পেনে পুরুষের চেয়ে নারীরাই বেশি কঠিন জীবন পার করছে। দ্য গার্ডিয়ান পত্রিকায় দেওয়া এক হিসাব মতে, গত বছর স্পেনে ৪৯ জন নারী তাদের সঙ্গী বা সাবেক সঙ্গীর হাতে খুন হয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ৪৪। সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, স্পেনে নারীদের বিরুদ্ধে সহিংসতার হার বাড়ছে। ২০১৫ সালে ১ লাখ ২৯ হাজার ১৯৩ জন নারী সহিংসতার শিকার হয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৮৯৩। গত বছরের পূর্ণাঙ্গ বার্ষিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৭৬৯টি সহিংসতার ঘটনার রেকর্ড আছে।

এছাড়া, গত বছর ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে একই কাজের জন্য পুরুষের চেয়ে নারীরা ১২ দশমিক ৭ শতাংশ কম বেতন পান।

নিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ