১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৮

নিজস্ব প্রতিবেদক:

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা শনিবার (২৬ মে) জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রদেশীয় গর্ভনরের মুখপাত্র মুবারিজ জাদরান বলেছেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে খোস্ত শহরের একটি স্টেডিয়াম সংলগ্ন বাস স্টেশনে এ বোমা হামলা করা হয়েছে। জাদরান জানান, এ হামলায় দুই শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। তিনি আরো জানান, এ হামলার মূল লক্ষ্য ছিলো আফগান পুলিশ এবং মার্কিন বাহিনী। তবে নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত হামলা দায় কেউ স্বীকার করেনি। সূত্র: আল-জাজিরা
দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ