১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

শিশু কিডনি বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন রবিবার

স্বাস্থ্য ডেস্ক:

প্যাডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএনএসবি) উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হচ্ছে শিশু কিডনি রোগ বিষয়ে ৪র্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। আগামী ১১ ও ১২ মার্চ বিএসএমএমইউ-তে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার ৯ জন বিশ্বখ্যাত শিশু কিডনি রোগ বিশেষজ্ঞসহ দেশ-বিদেশের পাচঁ শতাধিক শিশু ও শিশু কিডনিরোগ বিশেষজ্ঞ বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিএনএসবি-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ। স্বাগত বক্তব্য রাখবেন পিএনএসবি-এর মহাসচিব অধ্যাপক মো. হাবিবুর রহমান। এছাড়া অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এমএকে আজাদ চৌধুরী।

জানা গেছে, বিএসএমএমইউ-এর শিশু কিডনি বিভাগের তত্ত্বাবধানে ১০টি শিশু কিডনি প্রতিস্থাপন করা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে শিশুদের কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখে আসছে প্যাডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ