স্পোর্টস ডেস্ক:
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সও করলেও বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে এসে খেই হারিয়ে ফেলেছে আফগানিস্তান। স্কটল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার হংকংয়ের কাছেও হেরে গেলো দলটি। বৃহস্পতিবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩০ রানে হেরে যায় দলটি। এই হারে সুপার সিক্সের পথ কঠিন হয়ে গেল আফগানদের।
গতকাল বুলাওয়ায়োর অ্যাথলেটিক ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। দলীয় ৪৩ রান তুলতেই সাজঘরে ফিরে যায় প্রথমসারির তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে বাবর হায়াত ও আনশুমান রথ ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। বাবর ৩১ রান করে সাজঘরে ফেরেন।
তবে একপাশ ধরে খেলেন আনুষ্মান রাথ। তার ৬৫ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে হংকং। বৃষ্টি হওয়ায় আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬ ওভারে ২২৬ রান। সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। তাতে বৃষ্টি আইনে ৩০ রানে জয় পায় হংকং।
বল হাতে হংকংয়ের ইশান খান ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন নাদিম আহমেদ।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে দুই গ্রুপে খেলছে পাঁচটি করে দল। ‘এ’ ও ‘বি’গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।
দৈনিক দেশজনতা /এন আর