২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

গেস্টরুমে ছাত্রলীগের নৃশংতা

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগ মারধর করার পর এবার ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মেরে নাক এবং মাথা ফাটিয়ে দিয়েছেন হল শাখা ছাত্রলীগের নেতারা। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন। আহত শিক্ষার্থীর নাম কাওসার। তিনি সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা যায়, তাকে মারধর করেন ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগের দপ্তর সম্পাদক এনায়েত এবং ক্রীড়া সম্পাদক অভি। এরা সবাই হল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার হোসেন শিশিরের অনুসারী। এ ছাড়া দপ্তর সম্পাদক এনায়েত চানখারপুলের এক মিস্টির দোকানে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিট না দেওয়ায় হলের বিভিন্ন দেয়ালে বিভিন্ন মন্তব্য লিখা হয়। তার সূত্র ধরে হল শাখা ছাত্রলীগের নেতারা গেস্টরুমে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ডাক দেন। এ সময় কাওসারকে সন্দেহ করে তাকে মারধর করেন তারা। তার মাথা দেয়ালের সাথে ঠুকানোয় নাক দিয়ে রক্ত বের হয়। সাথে সাথে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

মারধরের বিষয়ে জানতে কাওসারের মুঠোফোনে কল দিলে তার বন্ধু ফোন রিসিভ করেন এবং জানান কাওসার অসুস্থ, কথা বলতে পারবে না। মারধরের বিষয়ে তার বন্ধুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাকে গেস্টরুমে নিয়ে মারধর করা হয়। তার ঠোঁট ফেটে গেছে। একটু পর পর বমি করছে। মাথায়ও আঘাত পেয়েছে। আমরা এখন ডাক্তারের সাথে কথা বলছি। জানতে চাইলে হল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার হোসেন শিশির বলেন, তাকে মারধর করা হয়নি। সে এমনিতেই হাসপাতালে ভর্তি আছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ