স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফির নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম সব সময় ব্যাটিংদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই এই রান ভারতের ব্যাটিং লাইন আপের সামনে সহজ লক্ষ্যই বলতে হবে।
প্রথমেই তামিম-সৌম্যে সরকারের আউটে চাপে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য জয়দেব উদানকাতরার বলে ১৪ রানে আউট হওয়ার পর দলীয় ৩৫ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তিনি ১৬ বলে ১৫ রান করে শারদুল ঠাকুরের বলে আউট হন। এরপরে একে-একে ফিরে যান মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মুশফিক ১৪ বলে ১৮ এবং মাহমুদুল্লাহ ৮ বল খেলে ১ যোগ করেই ফিরে যান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তিনে ব্যাটে নামা লিটন দাসের। দলের পক্ষে ৩০ বলে ৩৪ রান করে ১৫.১ ওভারে দলীয় ১০৭ রানে আউট হন তিনি। তার পরপরই ১১৯ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন মেহেদী মিরাজ। এছাড়া দলের হয়ে অফ ফর্মে থাকা সাব্বির রহমান ২৬ বলে ৩০ রান করে আউট হলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ভারতের সামনে ১৪০ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে টাইগাররা।
ভারতের হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন উদানকাতরা। এছাড়া বিজয় শঙ্করের ২ উইকেটের পাশাপাশি ১টি করে উইকেট নেন চাহাল ও ওয়াশিংটন সুন্দর।
দৈনিক দেশজনতা /এন আর