১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

অনলাইন ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৭ মে) বিকাল সাড়ে তিনটায়।  ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস।

আগামী ০১ জুন  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের আগে নিজেদের আরেকবার ঝাঁলিয়ে নিতে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এছাড়া আগামী ৩০ মে ভারতে বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৪:০৫ অপরাহ্ণ