নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. এমদাদ উল্যাহ।
জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক মুনতাসীর মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ। জানাজা শেষে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নেয়া হয়। সেখানে শহীদ জননী জাহানারা ইমামের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ আনা হয়। সেখানে ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজন করে। বন্ধু, স্বজন, সহযোদ্ধা আর ভক্তদের শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে ফেরদৌসী প্রিয়ভাষিণীর কফিন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

