১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১৭

ফেরদৌসী প্রিয়ভাষিণীর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. এমদাদ উল্যাহ।

জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক মুনতাসীর মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ। জানাজা শেষে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নেয়া হয়। সেখানে শহীদ জননী জাহানারা ইমামের পাশে তাকে সমাহিত করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ২:৫২ অপরাহ্ণ