১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

বিজিবি মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। সেনাবাহিনীর এই কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করে বুধবার (৭ মার্চ) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে নতুন কোনো মহাপরিচালক এখন নিয়োগ দেওয়া হয়নি। ২০১৬ সালের ২ নভেম্বর আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১:০২ অপরাহ্ণ