১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

পেসারদের চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

 স্পোর্টস ডেস্ক:

টি ২০ ক্রিকেট এখনও বাংলাদেশের জন্য গোলকধাঁধা হয়ে আছে। শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের মূল লক্ষ্য সংক্ষিপ্ত এই ফরম্যাটের ভাষাটা রপ্ত করা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

টি ২০তে নিজেদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে রয়েছে কিছু বাধা। চোটের কারণে দলে নেই সাকিব আল হাসান। পেসাররা সাম্প্রতিক সময়ে ভালো করতে পারছেন না। এছাড়া ডেথ ওভারে দ্রুত রান তোলা যাচ্ছে না। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাও দেখছেন পেসারদের চ্যালেঞ্জ। ‘এই সিরিজে পেসারদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের শিখর ধাওয়ান ও রোহিত শর্মা আছে। ওদিকে শ্রীলংকায় আবার কুশল পেরেরা আছে। তাদের সামলানোর জন্য কঠিন চ্যালেঞ্জ নিতে হবে পেসারদের। তবে এটা আবার বড় কিছু না। আসলে অসম্ভব কিছু না। ওরাই পারবে। আগেও পেরেছে।’

সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিবের অনুপস্থিতি যেকোনো সিরিজেই দলের জন্য বড় ক্ষতি। তার জায়গায় দু’জনকে অন্তর্ভুক্ত করতে হয়। এটা আমাদের জন্য বড় একটা সমস্যা। তবে এ ধরনের পরিস্থিতির জন্যও আমাদেরও প্রস্তুত থাকতে হবে। সাকিব সুস্থ হয়ে আবার ফিরবে। এখন তাড়াহুড়ো করলে পরবর্তীতে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারল না, তখন কী হবে! এর থেকে ভালো যে একেবারে সুস্থ হয়ে ফিরে আসুক। ওখানে যারা আছে তাদেরও একই মানসিকতা তৈরি করা উচিত। তার পরিবর্তে যারা এসেছে তাদের জন্যও তো বড় একটা সুযোগ। সেটা কাজে লাগানোর লক্ষ্য থাকতে হবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ