১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর পাকা রাস্তা থেকে ৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ মোস্তাব আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মোস্তাব আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ