১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ছাইম (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে উপজেলার ফারাকপুর রেল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাইম ভেড়ামারা পৌরসভার ফারাকপুর এলাকার জফির শাহের ছেলে।

স্থানীয়রা জানায়, ছাইমসহ তিনজন মিলে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ফারাকপুর রেল গেটের সামনে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত ছাইমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ভেড়ামারা থানার (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ