১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

মিনিটেই মানুষের মৃত্যু হতে পারে যেখানে

অনলাইন ডেস্ক: 

তুরস্কের পশ্চিম ডেনিজিল প্রদেশে অবস্থিত একটি গ্রিক নিদর্শন নাম ‘হেডিস গেট’। আদতে সেটি একটি গুহা। গ্রিক পুরাণ অনুযায়ী পাতাল ও মৃতদের দেবতা হেডিসের নামের এই গুহাটিকে অনেকেই আবার ‘মৃত্যু দরজা’ও বলে থাকেন। কারণ ঐ গুহার কাছে গেলেই নাকি মৃত্যু হয় সবার।   তবে ওই ‘মৃত্যু দরজা’ রহস্যের সমাধান হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট।

প্রত্নতত্ত্বের উপর লেখা একটি সাময়িকীতে বিজ্ঞানীরা বলেছেন, ওই গুহা থেকে অধিক পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়। আজ পর্যন্ত একইভাবেই বেরিয়ে আসছে বিষাক্ত ওই গ্যাস। আর কার্বন-ডাই-অক্সাইডের এই ঘনত্বের ফলেই সেখানে গেলেই মৃত্যু অনিবার্য। বায়ু প্রবাহের ওপর নির্ভর করে গুহার কোনদিক থেকে বের হবে কার্বন-ডাইঅক্সাইড। রাতে নাকি এত বেশি পরিমাণ কার্বন-ডাইঅক্সাইড গ্যাস বের হয় যে এক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে।

দৈনিক দেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ