অনলাইন ডেস্ক:
ফেসবুকে ভয়েস ক্লিপের মাধ্যমে ভয়েস স্ট্যাটাস আপডেট করার ফিচার অাসছে। কিছুদিন পর থেকেই নতুন এই ফিচারটি ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামে সংযুক্ত হবে ফেসবুকে। তবে বাংলাদেশে এই সুবিধা চালু করার আগে স্বল্প আকারে ভারতে চালু করবে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা যেখানে নিজেদের স্ট্যাটাস আপডেট করেন সেখানে স্বল্প দৈর্ঘ্যের অডিও ক্লিপ আপলোড করতে পারবেন, যেটি আপডেট হবে স্ট্যাটাস হিসেবে।
গত শনিবার টেকক্র্যাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের জন্য টেক্সট লিখে থাকেন। টেক্সট লেখা সহজ নয় তবে হাতে লেখার পরিবর্তে ভয়েস ক্লিপ স্ট্যাটাস হিসেবে আপডেট করা অনেক সহজ। টেকক্র্যাঞ্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধরনের কি-বোর্ড ব্যবহারে করে তাদের স্ট্যাটাস ফেসবুক আপডেট করেন। এই সমস্যা দূর করতে স্ট্যাটাসে অডিও ক্লিপ দিয়ে নিজেকে বন্ধুদের কাছে তুলে ধরা যাবে। ফেসবুকের এই ফিচারটি বিশ্বব্যাপী কবে চালু হবে সে সম্পর্কে ফেসবুক স্পষ্ট করে কিছু জানায়নি।
দৈনিক দেশজনতা/ এফ আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

