১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২১ ও ২২ মার্চ

 নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ সেশনের নির্বাচন আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে। তবে এর আগে নির্ধারিত দিনগুলিতে চলবে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, প্রত্যাহার ও চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশের কার্যক্রম।বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্রটি আরও জানায়, এবারের নির্বাচনে প্রার্থীদেরকে ১ থেকে ১১ মার্চের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও দাখিল করতে হবে। এরপর প্রার্থীরা চাইলে ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন। এছাড়াও একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ২১ ও ২২ মার্চ দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ভোটার হিসেবে নির্বাচনে অংশ নেবেন ৬ হাজার ২৫২ জন আইনজীবী।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার সমর্থিতদের সাদা প্যানেলের আইনজীবীরা তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন। পাশাপাশি বিএনপি সমর্থিতদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

বিএনপি সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীদের এক বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি জয়নুল আবেদীনকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে বারের বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে।

এর আগে গত ৪ মার্চ এক সভার মাধ্যমে সাদা প্যানেল তাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেন। সেখানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতি পদে এবং শেখ মোহাম্মদ মোরশেদকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও নির্বাচনের বাকি ১২টি পদের মধ্যে সহ সভাপতি আলাল উদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহ সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান। পাশাপাশি সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন, ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৬:৩৭ অপরাহ্ণ