১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

ফালুর বিরুদ্ধে দুদকের মামলা হাইকোর্টে বাতিল

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাবেক এমপি ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। মামলা বাতিলের প্রশ্নে জারিকৃত রুল গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ রায় দেয়।
২০০৭ সালের ২ মার্চ নগরীর তেজগাঁও থানায় দুদক ফালুসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ৬ জুলাই এ মামলায় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পরে ফালু এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন।আজ ওই আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হয়।
আদালতে মোসাদ্দেক আলী ফালুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও দুদকের পক্ষে আইনজীবী খোরশেদ আলম খান শুনানি করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৫:১২ অপরাহ্ণ