স্পোর্টস ডেস্ক:
জনি বেয়ারস্টো ও জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সামনে ৩৩৫ রানের পাহাড় দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ডের রস টেইলরের ১৮১ রানের দুর্ধর্ষ এ ইনিংসে সে পাহাড় গুঁড়িয়ে যায় হুড়মুড় করেই। বুধবার ইউনিভার্সিটি ওভালে ইংল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়ে সিরিজে দলকে সমতায় ফেরান তিনি। এদিন ইংল্যান্ডের রানের পাহাড়ের জবাবে ৪৯.৩ ওভারে ৫ উইকেটে ৩৩৯ রান করে জয় তুলে নেয় কিউইরা। টেইলর হয়েছেন ম্যাচ সেরা।
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে ইংল্যান্ড। ব্যক্তিগত ৪২ রানে জেসন রয় আউট হয়ে যান। এরপর বেয়ারস্টো ও রুট ১৯০ রানের জুটি গড়েন। দলীয় ২৬৭ রানের মাথায় আউট হন বেয়ারস্টো। তার আগে ১০৬ বল খেলে তিনি করেছেন ১৩৮ রান। ছক্কা মেরেছেন ৭টি আর চার ১৪টি। এরপর ব্যক্তিগত ১০২ রান করে আউট হন রুট। ২টি ছক্কা ও ৬টি চারের সমন্বয়ে তিনি বল খেলেছেন ১০১টি। এরপর আর কোন ইংলিশ ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে না পারলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে একাটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ৫৮ রানে ৪ উইকেট নিয়েছেন ইশ সোধি।
এর পরের গল্প শুধুই ৩৩ বছর বয়সী টেইলরের। অধিনায়ক কেন উইলিয়ামসন (৪৫) ও টম ল্যাথামকে সঙ্গে নিয়ে এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। ল্যাথামের সাথে টেইলরের জুটিটি ছিল ১৮৭ রানের। ৬৭ বলে ল্যাথাম করেছিলেন ৭১ রান। ছয়টি ছক্কা ও ১৭টি চারে রাঙিয়ে ১৪৭ বলে অপরাজিত ১৮১ রানের ম্যাচ জয়ী ইনিংসটি খেলেছেন টেইলর। ইংল্যান্ডের হয়ে ৫৭ রানে ২ উইকেট নিয়েছেন টম কুরান।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩৩৫/৯ (৫০ ওভার) (রয় ৪২, বেয়ারস্টো ১৩৮, রুট ১০২; সোধি ৪/৫৮)।
নিউজিল্যান্ড : ৩৩৯/৫ (৪৯.৩ ওভার) (উইলিয়ামসন ৪৫, টেইলর ১৮১*, ল্যাথাম ৭১, গ্র্যান্ডহম ২৩; কুরান ২/৫৭)।
ফলাফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রস টেইলর।
দৈনিকদেশজনতা/ আই সি