১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক:

পাপুয়া নিউ গিনিতে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ মার্চ) দেশটির দক্ষিণের হেলা প্রদেশের পার্বত্য এলাকা সাউদার্ন হাইল্যান্ডসে এই ভূমিকম্প আঘাত হানে।

হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বানডো বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কিন্তু আক্রান্ত এলাকাটিতে অনেক মানুষের বসবাস।’

ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় কাজ করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আক্রান্তদের সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নয়দিন আগে অর্থ্যাৎ গত ২৬ ফেব্রুয়ারি একই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছিলো। সেবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬৭ জন মারা যান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ