১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

শ্রীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আ. রউফ হাওলাদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্যা। বুধবার (০৭ মার্চ) ভোরে শ্রীপুর-কাপাসিয়া সড়কের পটকা এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

তিনি অারও জানান, ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে রউফের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আ. রউফ হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ৯টিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ