১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

জয় দিয়ে নিদাহাস ট্রফি শুরু শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক:

জয় দিয়ে নিদাহাস টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজটির উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামে দলটি। আগে ব্যাট করে লঙ্কানদের ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু কুশল পেরেরার ঝড়ে সেই লক্ষ্য শ্রীলঙ্কা পেরিয়ে গেছে ৫ উইকেট আর ১.৩ ওভার হাতে রেখেই।

গেল বছরটা শুধুই ব্যর্থতা দিয়ে কেটেছে শ্রীলঙ্কার। তবে চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বদলে দিতে শুরু করেছেন দলটিকে। বাংলাদেশ থেকে তিন তিনটি ট্রফি জিতে ফিরেছেন। বাংলাদেশ সফরে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট আর টি-টুয়েন্টি সিরিজে জয় পায় শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে ঘরের মাঠেও বছরের শুরুটা দারুণ হলো তাদের। তাতে ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে আয়োজন শ্রীলঙ্কার, সেটির শুরুটাও হলো মধুময়।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ রানেই কুশল মেন্ডিসের (১১) উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে সেই ধাক্কা স্বাগতিকদের কাঁপন ধরাতে পারেনি। উল্টো কুশল পেরেরা তুললেন ঝড়। মাত্র ২২ বলে তুলে নিলেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি। তার ছক্কা-চারের তাণ্ডবে দ্রুত গতিতে রান তুলতে থাকে শ্রীলঙ্ক। ভারত ছিটকে পড়তে থাকে ম্যাচ থেকে। প্রথমে গুনাথিলাকাকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন কুশল পেরেরা। এরপর চান্দিমালের সঙ্গে ২৮ ও উপুল থারাঙ্গার সঙ্গে গড়েন ২৯ রানের জুটি।

৩৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় যখন ৬৬ রান করে ফিরলেন কুশল পেরেরা, তখন লঙ্কান স্কোর বোর্ডে যোগ হয়ে গেছে ১২৭ রান। কুশল পেরারা ফেরার পরও হয়তো খেলায় ফিরতে পারতো ভারত। যদি দুর্দান্ত বোলিং করতে পারতো তারা। কিন্তু তেমন কিছু জয়দেব উনাদকাট বা যুজবেন্দ্র চাহালরা করে দেখাতে পারেননি। থিসারা পেরারা (১৫) ও দাসুন শানাকা (২২) শ্রীলঙ্কার বাকি কাজটা শেষ করেন। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন। ১ উইকেট পান জয়দেব উনাদকাট।

এর আগে ভারত লড়াইয়ের পুঁজি পায় শিখর ধাওয়ানের ৯০ রানের উপর ভর করে। শুরুটা ভারতীয় দলের ভালো ছিল না। রোহিত শর্মা ০ ও সুরেশ রায়না ১ রান করে ফিরে যান শুরুতেই। মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকেই পড়েছিল ভারত। সেখান থেকে দারুণভাবে দলকে রক্ষা করেন ধাওয়ান। এছাড়া মনিশ পান্ডে ৩৭, রিশভ পান্ত ২৩ ও দিনেশ কার্তিক অপরাজিত ১৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমন্ত চামিরা সর্বোচ্চ ২ উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন নুয়ান প্রদিপ, জিবন মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন কুশল পেরেরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায়।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ১৭৪/৫ (২০ ওভার) (রোহিত ০, ধাওয়ান ৯০, রায়না ১, মনিশ ৩৭, পান্ত ২৩, কার্তিক ১৩*; চামিরা ২/৩৩, প্রদিপ ১/৩৮, জিবন ১/২১, গুনাথিলাকা ১/১৬)।

শ্রীলঙ্কা : ১৭৫/৫ (১৮.৩ ওভার) (গুনাথিলাকা ১৯, কুশল মেন্ডিস ১১, কুশল পেরেরা ৬৬, চান্দিমাল ১৪, থারাঙ্গা ১৭, সানাকা ১৫*, থিসারা ২২; উনাদকাট ১/৩৫, ওয়াশিংটন ২/২৮, চাহাল ২/৩৭)

ফল : শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : কুশল পেরেরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৯:৫১ পূর্বাহ্ণ