১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

হোলি উৎসবে কলেজছাত্র হত্যায় পাঁচজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

প্রেম ঘটিত বিরোধের জেরে পুরান ঢাকায় হোলি উৎসব থেকে ডেকে নিয়ে কলেজছাত্র রওনক হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক জানে আলম । শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো- রিয়াজ আলম ওরফে ফারহান, ফাহিম আহম্মেদ ওরফে আব্রো, ইয়াসিন আলী, আল আমিন ওরফে ফারাবী খান ও লিজা আক্তার ওরফে মাইসা আলম। পুলিশের দাবি, জনৈক তরুণী মাইসার সঙ্গে আগে রওনকের প্রেম ছিল। রওনক মাইসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এই দ্বিতীয় প্রেমিকাকে পছন্দ করতো অন্য আরেকটি ছেলে। ওই ছেলে সঙ্গে রওনক ওই প্রেম নিয়ে বিরোধে জড়ায়। এ নিয়ে ফেসবুকেও তাদের কথা কাটাকাটি হয় এবং একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে রওনকের পুরনো প্রেমিকাকে দিয়ে মোবাইল ফোনে ডেকে রওনককে পুরান ঢাকার শাখারী বাজারের হোলি উৎসবে নিয়ে আসে প্রতিদ্বন্দ্বী ওই ছেলে।

গত ১ মার্চ দুপুর ১২টার দিকে শাখারী বাজারে রওনককে হোলি উৎসবের মধ্যে ছুরিকাঘাত করা হয়। এরপর তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রওনকের এ বছর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৮:০৮ অপরাহ্ণ