স্পোর্টস ডেস্ক:
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৪১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শেষ মুহূর্তের নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে আজ শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলেছে টাইগাররা।
সকালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ০ রান আউট হন ওপেনার সৌম্য সরকার আর ১ রান করে সাজঘরে ফিরেন সাব্বির রহমান।
১৮৭ রানের জবাবে, ৯ উইকেটে ১৪৫ রানে থামে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা।
স্কোর:
ফলাফল: ৪১ রানে জয়ী বাংলাদেশ।
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশালা ১/১০, সান্দাকান ০/৫০)
শ্রীলঙ্কা: ১৪৫ /৯ (অ্যাঞ্জেলো ২৭, মিলান্থার ১৯, ডিকভেলা ১৭, ডি সিলভা ১৪ ও লক্ষ্মণ সানদাকান ১৩; তাসকিন ১৬/২, রুবেল ১৯/২)
দৈনিক দেশজনতা /এন আর