১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ৪

কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই যাত্রী। মঙ্গলবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরও তিন অটোরিকশার যাত্রী।

আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত কারও নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ