২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪০

ভারতের গুজরাটে ট্রাক নর্দমায় পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি ট্রাক নর্দমায় পড়ে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মঙ্গলবার (০৬ মার্চ) সকালে গুজরাটের ভবনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৮ জনের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, ট্রাকটি সরিয়ে নিতে উদ্ধারকারীরা ক্রেন ব্যবহার করছে। আর এ উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরাও।

ট্রাকটিতে একটি বিয়ের অনুষ্ঠানের প্রায় ৬০ জন লোকজন ছিলো বলেও জানায় সংবাদমাধ্যমটি।

এদিকে, গুজরাটের পুলিশ ইন্সপেক্টর কে.জে. কাদাবদা বার্তা সংস্থা এএফপিকে জানান, ট্রাকটিতে প্রায় ৬০ জন মানুষ ছিলো। হতাহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৪:১১ অপরাহ্ণ