১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

পুটখালি সীমান্ত থেকে ভারতীয়সহ আটক ৪১ জন

 

নিজস্ব প্রতিবেদক :

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আজ মংগলবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৪ জন ভারতীয় নাগরিক সহ ৪১ জন নারী ,পুরুষ ও শিশকে আটক করেছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বেশ কিছু নারী শিশু ও পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আজ সকালে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ২১ নারী, ১৫ জন পুরুষ ও ৫ শিশুকে আটক করে।

আটক নারী শিশুদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে। এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে ৪ ভারতীয় পুরুষের বাড়ি পশ্চিমবংগের উওর ২৪ পরগনা জেলার বিভিন্নস্থানে। আজ মঙ্গলবার সকালেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় তাদের।

এ ব্যপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১:৪৯ অপরাহ্ণ