৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০২

আজ শ্রীলঙ্কায় যাচ্ছেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হবে সাকিব আল হাসানকে। তবে তার আগে আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কা যাচ্ছেন দেশ সেরা এই ক্রিকেটার। কলম্বো দুই-একদিন থেকে সেইখান থেকে অস্ট্রেলিয়া যাবেন তিনি। আগামী ৯ মার্চ অস্ট্রেলিয়ান ডাক্তারের কাছে সাকিবের অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছে।

আঙুলের ইনজুরি অনেক দিন থেকে ভোগাচ্ছে বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসানকে। ঘরের মাঠে শেষ হওয়া সিরিজ থেকে এখন পর্যন্ত জাতীয় দলের বাহিরে এই তারকা। নিদহাস ট্রফির প্রথম ম্যাচ গুলো মিস করলেও শেষের দিকে ফেরার কথা ছিলো সাকিবের। কিন্তু আঙুলের চোট গুরুতর হওয়ার এই সিরিজেও দলে থাকছেন না তিনি। তার পরিবর্তে দলে যুক্ত করা হয়েছে লিটন কুমার দাসকে। তাছাড়া এই সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব কয়েকদিন আগে ব্যাংকক গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। ব্যাংককের সার্জনরা আঙুলে থেরাপি দেয়ার জন্য বলেছিলেন। যার কারণে, বিসিবির সিদ্ধান্তে বাংলাদেশে দেয়া হবে সাকিবের থেরাপি। এর আগে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসা করানো হবে তাকে। অস্ট্রেলিয়ার ডাক্তরেদের পরামর্শ অনুযায়ী ঠিক হবে সাকিবের থেরাপির সময়সূচি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১:১৫ অপরাহ্ণ