১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৫

পুলিশ কখনও রাষ্ট্রে শান্তি আনতে পারে না : ব্যারিস্টার মইনুল

নিজস্ব প্রতিবেদক :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, যতই কথা বলি কোনো লাভ নেই। তাদের কথাবার্তাকে ‘বাকোয়াস’ বলা হয়। দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠায় পুলিশ, সরকারি কর্মকর্তারা সাহায্য করছেন। পুলিশ কখনও রাষ্ট্রে শান্তি আনতে পারে না। তারা শুধু সন্ত্রাসী ধরতে পারে। একমাত্র রাজনৈতিক দলগুলোই আলোচনা করে রাষ্ট্রে শান্তি আনতে পারে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনারে আনু মুহাম্মদ বলেন, যে দেশের একজন অর্থমন্ত্রী বলেন চার হাজার কোটি টাকা কোনো টাকা নয়, সে দেশে দুর্নীতি হয় না- এটি একটি ভুয়া কথা। প্রতিটি দেশে সবচেয়ে সুরক্ষিত ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর বাংলাদেশের সেই কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশাল অঙ্কের রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে, দেশে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে। শুধু প্রবাসীদের টাকায় এখন দেশের অর্থনীতি কোনো রকম চলছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে যা দুর্নীতি হয়, তার প্রায় সব টাকাই বিদেশে পাচার হয়ে যায়। বিদেশে টাকা পাচার হওয়া রোধে সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। শাস্তি না দেওয়ায় দুর্নীতির মাত্রা বেড়ে যাচ্ছে।
জবাবদিহির অভাবে দুর্নীতি হচ্ছে মন্তব্য করে সাবেক মহাহিসাব নিরীক্ষক হাফিজউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী যখন বলেন প্রশ্ন ফাঁস আগেও হয়েছে তখন তা ঠেকানো যাবে না।
লেখক জাফর ইকবালের ওপর হামলা প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, র‌্যাগিংয়ের দায়ে ছাত্রলীগের যে কর্মীদের বহিষ্কার করা হয়েছিল, তাদেরই কেউ হাবাগোবা দাড়িওয়ালা এই ছেলেকে দিয়ে ঘটনা ঘটিয়েছে কি-না, দেখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি হচ্ছে। সব দুর্নীতির মূল কারণ সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, যে দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, জবাবদিহির জায়গাটুকু নেই, সে দেশে দুর্নীতি হবেই।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ