১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

রাজশাহীতে মার্কেটে আগুন

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর আরডি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে মার্কেটের দোতলার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দমকল) পাঁচটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আগুনের কবল থেকে বেঁচে যায় মার্কেটের কয়েকশ দোকান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আরডিএ মার্কেটের দুই তলায় ৭৯ ও ৮০ নম্বর গার্মেন্টসের দোকান দুইটিতে আগুন লাগে। মার্কেটের নৈশপ্রহরীরা দোকানের মধ্যে থেকে ধোয়া বের হতে দেখে আশেপাশের লোকজনকে সংবাদ দেয়।পরে দমকল বিভাগকে সংবাদ দিলে ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বিভাগের কর্মীরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল রাজশাহী সদর দফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কাপড়ের দোকান বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দমকল বিভাগের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে নেয়ায় গোটা মার্কেট রক্ষা পায়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ