সিলেট প্রতিনিধি:
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে লাগাতার আন্দোলনের পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হচ্ছে। দু সপ্তাহের মধ্যেই সীমানা প্রাচীরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তবে সীমানাপ্রাচীর কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী।
এদিকে আন্দোলন অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শাবি ভিসি বলেন, দু সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় কিলোমিটার ব্যাপী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে। যদিও এটা খুবই কঠিন একটি কাজ তারপরও এর যদি সর্বোত্তম সময় আর কখনও আসবে না। হামলার বিষয়ে তিনি বলেন, আমরা জাফর ইকবালের হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত কমিটি কাজ করছে।
তবে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল গণি মনে করেন সীমানা প্রাচীর কোনো সমাধান নয়। তিনি বলেন, গত ২৭ বছর ধরে বিশ্ববিদ্যালয় সীমানাপ্রাচীর ছাড়াই চলছে। এক-দুমাসে সীমানা প্রাচীর হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কোনোভাবেই সম্ভব নয়। বার বার এ ধরনের ঘটনা কেন ঘটছে সেদিকে আমাদের মনোযোগ দেয়া উচিত।
আমি মনে করি, এ ধরনের ঘটনায় আমাদের পুরো দেশের মানুষের চিন্তিত হওয়ার সময় এসেছে। প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদও মনে করেন, সীমানা প্রাচীর খুব ভালো একটা সমাধান নয়। তবে সীমানা প্রাচীর হলে বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ঘটনা ঘটিয়ে তা থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সীমানা প্রাচীরের উচ্চতা সেক্ষেত্রে যথেষ্ট হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

