১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে দায়িত্বপালন অবস্থায় ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল আব্দুল মজিদ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নিহতের সহকর্মী সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, এদিন অাব্দুল মজিদ টেকনিক্যাল মোড়ে দায়িত্বপালন করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, এসময় মজিদকে উদ্ধার করে প্রথমে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ট্রাকটি অাটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ