১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

মুদ্রা পাচারের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দীর্ঘ তদন্ত শেষে আজ সোমবার দুপুরে কমিশন ওই অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সামছুল আলম শিগগিরই আদালতে ওই অভিযোগপত্র দাখিল করবেন।

দুদক সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ এপ্রিল সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে তেজগাঁও থানায় মামলা করে দুদক। মামলায় আবদুস সালামকে গ্রেপ্তারও দেখানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

মামলার অন্য দুই আসামি হলেন একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম ও সাবেক জ্যেষ্ঠ অর্থ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে একুশে টেলিভিশনের ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়ে বিধিবহির্ভূতভাবে ৩০ হাজার ইউরো কিনে তা পাচারের অভিযোগে ওই মামলাটি করা হয়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৬:৪৭ অপরাহ্ণ