২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৭

ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে একই স্থানে আওয়ামী লীগের কর্মী সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝিনাইদহ সদর ও হরিনাকুণ্ডুতে এই আদেশ বহাল থাকবে বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও অপর পক্ষে আওয়ামী লীগ নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান নিজামুল গলি লিটু স্থানীয় মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করে। একই স্থানে দুপক্ষের কর্মী সভার কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়।

অপরদিকে হরিনাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন জানান, আজ সকাল ১০টায় হরিনাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মসিউর রহমান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান টানু মল্লিক উপজেলা হলরুমে একই স্থানে কর্মী সমাবশের ডাক দেন। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। যার কারণে দুটি স্থানে সব সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় পৃথক দুটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ