১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

রংপুরে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুর প্রতিবেদক:
রংপুরে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার ভোরে পীরগঞ্জে উপজেলার মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। চোরের দল পার্শ্ববর্তী জেলার হতে পারে বলে ধারণা করছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পুলিশ গুরতর আহত অপর দুইজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকালে আরো একজনের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রামটি ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন হওয়ায় বাকি সদস্যরা সঙ্গে থাকা পিকআপযোগে পালিয়ে যায়। লাশ দুটির ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ