১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় সময় সোমবার পর্যন্ত তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ রাখা হয়েছে। জনসেবার জন্য বন্ধ থাকলেও জরুরি সেবা দেয়া হবে দূতাবাস থেকে।

তুরস্কে মার্কিন কূটনৈতিক মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কে মার্কিন নাগরিকরা যেন বড় জমায়েত ও দূতাবাস ভবন এড়িয়ে চলে। এছাড়া পর্যটন স্থান পরিদর্শনেও নিজেদের নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে বিবৃতিতে।

তবে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণে দূতাবাস বন্ধ রাখা হচ্ছে- সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন মিশন।

এর আগে রবিবার আংকারার গভর্নর কার্যালয় থেকে জানানো হয়েছে, মার্কিন সূত্র তাদের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দূতাবাস ও মার্কিন নাগরিকদের ওপর হামলা হতে পারে- গোয়েন্দা সংস্থা এমন তথ্য জানিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৫:০৪ অপরাহ্ণ