মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আ’লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী নেতারা বিরোধী দলের বিরুদ্ধে হরদমই কল্পকাহিনী প্রচার করেন কেবল ‘নিজেদের নানাবিধ পাপ ঢাকার জন্য’। হিংসা-প্রতিহিংসার রাজনীতির মানস হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী সরকার সকল হত্যা-গুম-খুনের সওদাগর বলেও মন্তব্য করেন রিজভী।
সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ বলেন, জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল। আমরা প্রতিনিয়তই দেখছি-জঙ্গীদের আক্রমনে মানুষ খুন হওয়ার সঙ্গে সঙ্গে তা বিএনপি’র ওপর দোষ চাপানোর অপচেষ্টা করা হচ্ছে, তাতে দেশবাসী মনে করে সরকারই এগুলির নেপথ্য কারিগর।
রিজভী আহমেদ বলেন, সমাজে সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুন-জখম করার পরই যেভাবে দ্রুত বিএনপি’র ওপর দায় চাপানো হচ্ছে, তাতেই মনে হয়-এদেশের শিক্ষক, ব্লগার, পুরোহিত, যাজক, প্রকাশক, মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ সকল হত্যা ও জঙ্গী হামলায় সরকারী পৃষ্ঠপোষকতা ছিল। তা না হলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি, তদন্ত হয়নি, প্রকৃত অপরাধী শনাক্ত করা হয়নি, অথচ এই সকল প্রতিটি রক্তাক্ত ঘটনায় চটজলদি আওয়ামী নেতারা বিএনপি’র ওপর দায় চাপিয়ে দিচ্ছেন কেন বলে বিষ্ময় প্রকাশ করেন!
বিএনপির এই নেতা দাবি করে বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবুকে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ধারালো ছুরি দিয়ে হত্যা করা এবং সশস্ত্র ধাওয়ায় প্রাণ বাঁচাতে উর্দ্ধশ্বাসে পলায়নরত কিশোর শ্রমিক বিশ্বজিৎকে ছাত্রলীগের ছুরিকাহত করে হত্যার সাথে ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার হুবহু সাদৃশ্য পাওয়া যায়।
বিএনপির এই যুগ্মমহাসচিব- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৬ মার্চ-এর মানববন্ধন এবং ৮ মার্চ-এর অবস্থান ধর্মঘট কর্মসূচি যথাযথভাবে পালনে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানান।
দৈনিক দেশজনতা /এন আর