আন্তর্জাতিক ডেস্ক:
কট্টরপন্থী দেশ সৌদি আরবে শুরু হয়েছে নারীদের বসন্তকাল। মেয়েদের স্বাধীনতা দিতে একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করে চলছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হল মেয়েদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
শনিবার অনুষ্ঠিত ম্যারাথনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন দেড় হাজার নারী। দেশটির পূর্ব প্রদেশ আল-আহসায় তিন কিলোমিটারব্যাপী ‘আল-আহসা-রানস’ নামের ওই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্ক এবং তরুণীসহ সব বয়সের ১৫০০ নারী অংশগ্রহণ করেন। অবশ্য সবার পরনে বোরকা-হিজাব ছিল আল আরাবিয়া।
দৈনিকদেশজনতা/ আই সি