নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মন্ত্রিপরিষদ থেকে জাতীয় পার্টির বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত অর্থহীন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শেষ সময়ে এসব নিয়ে জাতীয় পার্টিকে নাটক না করারও আহবান জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘এরশাদ সাহেবের যে বক্তব্য বা বিরোধীদলীয় নেত্রীর যে বক্তব্য, এই সময়ের মধ্যে পদত্যাগ করে কী করবেন তারা? কী অর্জন করবেন? মন্ত্রিসভায় কয়জন থেকে তারা যেমন পার্লামেন্টের ভেতরে বাইরে সরকারের সমালোচনা করেছে, সরকারের সহযোগিতাও করেছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগ মুহূর্তে বিরোধীদল সেজে কোনো লাভ নেই তো। এখন পদতাগের নাটক করারও দরকার নেই।’
দৈনিক দেশজনতা/এন এইচ