১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর রাজনৈতিক পরিচয়সহ বিস্তারিত পরিচয় জনগণের সামনে তুলে ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। রোববার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় গণজাগরণ মঞ্চ একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, হামলাকারীর বিস্তারিত পরিচয় জনগণের কাছে উন্মোচন করুন। বাংলাদেশে রাঘঢাক করার কোনো সুযোগ নেই। কারা এসব আক্রমণ করছে সেটি পরিষ্কার। ইমরান বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের একদিকে আটক করা হচ্ছে, অন্যদিকে জামিন দেয়া হচ্ছে। কেন তাদের জামিন দেয়া হচ্ছে তা আমরা জানতে চাই। আমরা চাই না এর মধ্যদিয়ে বাংলাদেশ জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হোক। সরকার এদেরকে একদিকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন অন্যদিকে বিরুদ্ধে বলবেন তা হবে না।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি মোড় ঘুরে পুনরায় শাহবাগ হয়ে পরীবাগ মোড় ঘুরে পুনরায় শাহবাগে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর চেয়ারপারন সুলতানা কামাল বলেন, আমরা জানি জাফর ইকবাল কেন জনপ্রিয়, তরুণ প্রজন্মের ভালোবাসার পাত্র। তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন। তার যে প্রতিভা সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এ নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই তার ওপর হামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ