নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় কথসাহিত্যিক, শিক্ষাবিদ এবং অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে তিন দফা দাবি পেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিন দফা দাবি সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করে তারা।
দাবি তিনটির মধ্যে রয়েছে—হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করতে হবে, জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা আরও দুটি দাবি পেশ করেছে। দাবিগুলো হলো—ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে।
এদিকে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর, মানববন্ধন ও সমাবেশ করেছে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
দৈনিকদেশজনতা/ এফ আর