খুলনা প্রতিনিধি:
খুলনায় রবিবার সকালে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ডুমুরিয়া উপজেলার বরাতিয়ানামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেদী হাসানের বোনের শ্বশুর খর্ণিয়া ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদ। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইমদাদুল হক জানান, মাইক্রোবাস ও নিহতের মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল কাদের মহলদারের ছেলে মেহেদী হাসান গত শনিবার সন্ধ্যায় একই উপজেলার আঙ্গারদহ গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রবিবার সকাল ১০টার দিকে সে মোটরসাইকেলে তার বোনের শ্বশুর মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বরাতিয়ানামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান নিহত হন।
দৈনিকদেশজনতা/ আই সি