১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

দেশব্যাপী ৬ মার্চ মানববন্ধন ৮মার্চ অবস্থান কর্মসূচি বিএনপির

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক :

বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমপদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল রোববার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।

রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (৬ মার্চ) ঢাকাসহ সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে আগামী বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির এ যুগ্ম মহসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী আবারো নির্বাচনী আইন ভঙ্গ করে নৌকায় ভোট চেয়েছেন, অথচ নির্বাচন কমিশন কোন ব্যবস্থাই নিচ্ছে না। এতেই প্রমাণ হয় কমিশন সরকারের পক্ষেই সাফাই গাইছেন। কারণ তারা জানে, সরকারের বিপক্ষে কথা বললে তাদের অবস্থাও সাবেক প্রধান বিচারপতির মত নাজেহাল হয়ে চাকরী ছাড়তে হবে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সততার ফুলঝুরি ছড়াচ্ছেন তাতে ‘ঠাকুর মার ঝুলি’র কল্পকথাও হার মানছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ