১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

তুমব্রু সীমান্তে আবারো শতাধিক বার্মিজ সেনা

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের তুমব্রু সীমান্তে আবারো অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা। রোববার সকালে ৭টি ট্রাকে করে সেনা সদস্যরা তুমব্রু সীমান্তের জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নেয়। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবারে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তার কাঁটা বেড়ার কাছ থেকে মিয়ানমার তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেয়। কিন্তু রোববার থেকে সেখানে আবারো সেনা সদস্যদের পাহারা দিতে দেখা যাচ্ছে।

এতে করে স্বস্তিতে থাকা জিরো লাইনের রোহিঙ্গাদের মধ্যে নতুন করে উৎকন্ঠা দেখা দিয়েছে। গত কয়েকদিন থেকে সীমান্তে মিয়ানমার ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করলে বিজিবি কড়া প্রতিবাদ জানায়। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার ঘুনধুমের মৈত্রী সেতুর পাশে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মায়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ও ফাঁকা গুলি বর্ষণের আগে বিজিবিকে অবহিত করবে বলে আশ্বস্ত করে।

এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সীমান্তে সেনা সমাবেশ করা হচ্ছে বলে মিয়ানমার বিজিবিকে জানায়। স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, সীমান্তের জিরো লাইনে বিজিবি ৩টি সিসিক্যামেরা বসানোর পর মিয়ানমার তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেয়। শুক্রবারের পর থেকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে সেনাবাহিনীকে দেখা যায়নি। কিন্তু রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাকে করে শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে। জিরো লাইনের রোহিঙ্গা নেতা নুরুল আমিন জানান, মিয়ানমার তারা কোনো প্রতিশ্রুতি ঠিক রাখে না। তারা বৈঠকে এক কথা বলে আর করে আরেকটা। এটি আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। বিজিবির পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার জন্য রোহিঙ্গাদের আশ্বস্ত করা হলেও কাঁটাতারের বেড়া ঘেঁষে সেনা সমাবেশ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

এ বিষয়ে বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খাঁন জানান, বিজিবির পক্ষ হতে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ